৩ খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী জাতিসংঘ টেকনলোজি ব্যাংক
তিনটি খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের টেকনলোজি ব্যাংক। খাত তিনটি হচ্ছে- উদ্ভাবনায় ইকো সিস্টেম গড়ে তোলা, অর্থনৈতিক অন্তর্ভূক্তি এবং কৃষকের জন্য উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারে তাদের ক্ষমতায়ন। অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যেই বাংলাদেশের উদ্ভাবন সংস্কৃতি, মোবাইল ব্যাংকিং এবং কৃষক বান্ধব প্রযুক্তি সল্যুশন অভিজ্ঞতা স্বল্পন্নোত দেশগুলোতে ছড়িয়ে দিতে এই অংশীদারিদ্বের আগ্রহ প্রকাশ করা হয়।
বুধবার (৩ জুন) বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ওয়েব বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন জাতিসংঘের টেকনলোজি ব্যাংকের (স্বল্পন্নোত দেশ) ব্যবস্থাপনা পরিচালক জশুয়া সেটিপা।
তার প্রস্তাবে সাড়া দিয়ে আইসিটি বিভাগে ২০১৬ সালে স্থাপিত ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্টারপ্রেনর একাডেমির মাধ্যমে চুয়েট ও কুয়েটে দুইটি ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব দেন জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী জানান জতিসংঘ টেক ব্যাংকের প্রস্তাব অনুযায়ী ক্যাম্পাস হাব তৈরির মতো সকল অবকাঠামো প্রায় প্রস্তুত।
তিনি বলেন, ইতোমধ্যেই চুয়েট ও কুয়েটে বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এটা ইন্ডাস্ট্রি, উদ্ভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধনে অবদান রাখা যাবে। এই হাব গুলোতে ৪র্থ শিল্পবিপ্লবে কাটিং এজ প্রযুক্তির জন্য বিশেষায়িত ল্যাব স্থাপন করা যেতে পারে। আমি চাই এই ইনোভেশন সেন্টারটি জাতিসংঘের টেকনলোজি পার্কের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে হোক।
পলক আরো বলেন, জাতিসংঘের টেক ব্যাংকের পক্ষ থেকে দেয়া ৩টি প্রস্তাবে আইসিটি বিভাগ সম্মানিত বোধ করছে। এটা আমাদের জন্য একটি দারুণ সুযোগ। সম্প্রতি আমরা স্টার্টআপ বাংলাদেশ লিঃ নামে একটি কোম্পানি গড়ে তুলেছি। সেখান থেকে আমরা প্রস্তাবিত ‘অ্যাকসেস টু ফাইন্যান্স’ এর অধীনে স্টার্টআপদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে পারবো। প্রযুক্তি পণ্যের গবেষণা ও উন্নয়ন কাজ চালাতে পারবো। কোভিড সময়ে আমরা এখান থেকেই ‘ক্রাউড ফান্ডিং প্লাটফর্ম’ তৈরি করেছি। টেকনলোজি ব্যাংক চাইলে আমাদের একদেশ ও এক পে’র সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে পারে।
এসময় ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট’-কে বৈশ্বিক প্রতিযোগিতায় নিয়ে যেতে জাতিসংঘের টেকনলোজি পার্ক উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা করেন আইসিটি প্রতিমন্ত্রী।
বৈঠক সঞ্চালনা করবেন স্বল্পোন্নত দেশগুলোর জন্য জাতিসংঘের ‘টেকনোলজি ব্যাংক’ প্রোগ্রামের ভাইস চেয়ারপারসন সোনিয়া বশির কবির।